Your Cart
:
Qty:
Qty:
Tk
(Tk )
Tk
Remove
Remove
আমাদের দেশে অনেক ধরনের ফুলের মধ্যে শ্বেত কাঞ্চন ফুল অনেক পরিচিত একটি ফুল। এটি খুবই সহজলভ্য একটি ফুল। এই ফুল পথের ধারে এবং পার্ক বা উদ্যানে দেখতে পাওয়া যায়।প্রায় সারা বছর গাছে শ্বেত কাঞ্চন ফুল ফুটতে দেখা যায়। বর্ষাকালে এ ফুলের শোভা বেশি দেখতে পাওয়া যায়।সাদা বা শ্বেত কাঞ্চন মূলত গুল্মজাতীয় গাছ। তবে কখনো কখনো একটু বড়ও হতে পারে। এদের কাণ্ডনিচু, শাখা-প্রশাখা অনেক এবং কিছুটা ছড়ানো ছিটানো ধরনের। কাঞ্চন গাছ শীতকালে সব পাতা ঝরিয়ে একেবারে মরার মতো দাঁড়িয়ে থাকে। এ অবস্থাতেই গাছ জুড়ে দুধসাদা রঙের ফুলের মেলা বসে।
ফুলগুলো পাতার কোলে গুচ্ছবদ্ধভাবে ফুটতে থাকে, পাপড়ি সংখ্যা ৫, ৫ সেন্টিমিটার চওড়া এবং মুক্তভাবে ছড়ানো।
গাছে ফুল অবশিষ্ট থাকতেই শিমের মতো চ্যাপ্টা ফল ধরে। কাঞ্চন গাছের বাকল থেকে ট্যানিং, রঙ ও দড়ি তৈরি করা যায়।