Your Cart
:
Qty:
Qty:
গুস্তাভিয়ার ফুল দেখতে পদ্মফুলের মতো। এ জন্য এই ফুলকে কেউ কেউ ডাকেন ‘স্বর্গপদ্ম’ নামে, বাংলা নাম দাদরা। পাপড়ির গড়ন ও রং পদ্মের মতোই, তবে সুগন্ধ গোলাপের মতো। এ প্রজাতির গুস্তাভিয়াগাছ চিরসবুজ বৃক্ষপ্রকৃতির। গুস্তাভিয়াগাছ ৮ মিটার পর্যন্ত লম্বা হয়। সার কাঠ লালচে বাদামি; শক্ত, ভারী ও টেকসই। কাঠ সহজে চেরাই করা যায়, সুন্দর পলিশ ওঠে। এ জন্য গুস্তাভিয়ার কাঠ থেকে সীমিত আকারে ছোট ছোট কারুপণ্য ও আসবাব তৈরি করা যায়। এমনকি নির্মাণকাজেও গুস্তাভিয়ার কাঠ ব্যবহার্য।
বসন্ত থেকে শরৎকাল গুস্তাভিয়ার ফুল ফোটার সময়। শাখা-প্রশাখার শীর্ষে প্রতিটি পুষ্পমঞ্জরিতে ৪ থেকে ১০টি ফুল ফোটে। ফুলের পাপড়ি থাকে ৮টি। ফুলের পাপড়ির বিস্তার ১০ থেকে ১৫ সেন্টিমিটার।
গুস্তাভিয়া সুপারবা প্রজাতির গাছ ছোট ও মাঝারি, এ গাছের কাণ্ডÐপ্রায়ই অশাখ ও খাড়া সোজা। সেই কাণ্ডের মাথায় বড় বড় পাতা থাকায় তা দেখতে অনেকটা সুপারিগাছের মতো; কিন্তু গাছ বড় হলে সে গাছে কিছু ডালপালা হয়। এ প্রজাতির গুস্তাভিয়ার ফুল সবচেয়ে বড় ও বেগুনি রঙের পাপড়ি, সুগন্ধি। মার্চ থেকে জুনে ফুল ফোটে। ফল গোলাকার, সবুজ, বড় ও শক্ত। ফলের ভেতরে কয়েকটি বড় বীজ থাকে।